গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বুধবার (৮ জুন) দুপুর সাড়ে তিনটার দিকে ইউনিয়ন ব্যাংকের একটি ব্যাংকের এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ পরিদর্শক সাইফুল ইসলাম।
তিনি বলেন, এসি বিস্ফোরণে এখন পর্যন্ত চারজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিস্ফোরণে কোনো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
তিনি আরও বলেন, বেলা সাড়ে তিনটার সময় ইউনিয়ন ব্যাংকের মৌচাক শাখায় বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে দু’জন টেকনিশিয়ান দিয়ে ব্যাংকের ভেতরের এসি মেরামতের কাজ চলছিল। হঠাৎ এসিটিতে বিস্ফোরণ ঘটে। এতে মেরামতকারী দু’জন টেকনিশিয়ান ও ষ্টব্যাংকের দুই কর্মকর্তাসহ চারজন আহত হয়েছে। এতে কোনো আগুন লাগেনি। তাই কেউ দ্বগ্ধ হননি। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।