গাজীপুরের শ্রীপুরে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

লেখক: মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর
প্রকাশ: ৬ মাস আগে

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ বিট পুলিশিং বাড়িবাড়ি নিরাপদ সমাজ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্রীপুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার সকালে  উপজেলার ভাংনাহাটি গ্ৰীনভিউ এন্ড গল্ফ রিসোর্টে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় মিলিত হয়।

 

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম প্রমুখ।উক্ত সমাবেশে পুলিশ এবং জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো দূর করার পাশাপাশি মাদক সন্ত্রাস দুরিকরণ সহ সমাজের খারাপ দিকগুলো থেকে বেরিয়ে আসার ব্যাপারে আলোচনা হয়।

 

এ সময় গাজীপুর ও শ্রীপুর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • গাজীপুরের শ্রীপুরে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত