গাঁজা সহ তিন মাদক কারবারি গ্রেফতার

লেখক: মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর
প্রকাশ: ৫ মাস আগে

ফরিদপুরের ভাঙ্গায় চার কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ডিবির একটি চৌকস টিম ভাংগা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ১০ জুলাই রাত পৌনে দশটায় ফরিদপুর জেলার ভাংগা থানাধীন তাড়াইল ইশ্বরদীর জনৈক সাহেব আলী মাতুব্বরের বসত বাড়ীর উঠান হতে আসামী সাহেব আলী মাতুব্বর (৫৫), পিতা-মৃত আবতের আলী মাতুব্বর, সাং- ঈশ্বরদী তাড়াইল, সাকিব মাতুব্বর(২২), পিতা-মৃত ওহাব মাতুব্বর, মোঃমিরাজুল মুন্সী (২৮), পিতা-মৃত সত্তার, উভয় সাং-পাতরাইল দিঘির পাড়, থানা- ভাংগা, জেলা- ফরিদপুরদের কে সর্বমোট ০৪ (চার) কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। উক্ত বিষয়ে মাদক আইনে মামলা হয়েছে।

  • গাঁজা সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার