খোকন ভেন্ডারের উপর হামলার ঘটনায় বাকী আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

লেখক: Shariful Islam
প্রকাশ: ১ বছর আগে

বন্দরে দলিল লিখক খোকন, মাসুম, আব্দুর রশিদ ও সোহানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নবীগঞ্জ ইসলামবাগ এলাকাবাসী।

শনিবার ১৩ আগস্ট বিকালে বন্দর বাজারের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী রাজিব সিকদার ও সানি গ্রেফতার হলেও বাকী আসামীদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই অনতিবিলম্বে বাকী আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।

 

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় স্থানীয় এলাকার শতশত নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

উল্লেখ যে, গত ২৬ জুলাই খোকন ভেন্ডারকে হত্যার উদ্দেশ্যে বন্দর রেজিষ্টি অফিসের সামনে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসী রাজিব সিকদার গংরা। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়।

  • খোকন ভেন্ডারের উপর হামলার ঘটনায় বাকী আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন