খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছি করেছে বন্দর উপজেলা যুবদল।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বন্দর উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন শিশিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জল্লারপাড় থেকে শুরু হয়ে কলাগাছিয়া বাজারে গিয়ে শেষ হয়।
মহিউদ্দিন শিশির বলেন, বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আন্দোলনের অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বাজবে। আমরা বন্দর উপজেলা সেই আন্দোলনের জন্য প্রস্তুত আছি।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন শাহ, রাসেল আল এনামুল হক মেম্বার, সদস্য তাওলাত মাহমুদ,আশিকুর রহমান আলী,আব্দুল্লাহ আল মামুন, মোঃ রুবেল,শামীম আহমেদ, ইমরান হোসেন, মোঃ দ্বীন ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন যুবদল নেতা তাজুল ইসলাম সুমন, শাহা রিয়ার ইমন, হাসান সরকার, মোঃ পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসিন আরাফাত, সহ-সাংগঠনিক আবির ইসলাম,বন্দর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসিফ মকবুল উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক অমল চন্দ্র রাজবংশী, উপজেলা যুবদল নেতা মহাসিন,মুক্তার,মোঃ শ্যামল রিফাত, জান্নাত, মোস্তাফা রিয়াদ হোসেন, মিরাজ, মেহেদী হাসান, ইমন, মাহাফুজ, রিয়াদ মোঃ মিদুল, সাব্বির, মোঃ অনিক, আমান, রুবেল, সাজ্জাত হোসেন সহ আরো অনেকে।