খালেদা জিয়াকে কুটক্তির প্রতিবাদে মশাল মিছিল

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ২ years ago

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানীর পল্টন এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি।

বুধবার (২৫ মে)  রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিলটি নাইট এঙ্গেলের মোড় থেকে শুরু হয়ে পল্টনে বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়
মিছিলে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আলম নয়ন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ডা. জাহিদুল কবির, যুবদল নেতা শান্ত, নাসিরসহ শতাধিক নেতা-কর্মী।

মিছিল শেষে রিজভী বলেন, এ সরকারের সময় শেষ তাই বেসামাল হয়ে প্রধানমন্ত্রী উল্টা-পাল্টা কথা বলছেন।

তিনি বলেন, বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আন্দোলনে অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বাজবে।

  • খালেদা জিয়াকে কুটক্তির প্রতিবাদে মশাল মিছিল