জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ আগস্ট দুপুরে বন্দর সিরাজউদৌলা ক্লাব মাঠ সংলগ্ন এলাকায় দোয়া ও নেওয়াজ বিতরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এম এ রশিদ। পরে অসহায় মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সামছুল হাসানের সঞ্চালনায় জাতীয় শোক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মো. মাসুম আহমেদ, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, শেখ মমিন, মোহাম্মদ হোসেন, আরিফুল ইসলাম হিরা, আজিজুল হক আজিজ, রতন সরকার নিলয়, সানি খান, উজ্জল, বুলবুল আহমেদ, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, সায়মন খান, আরিফুল ইসলাম অপু, ছাত্রলীগ নেতা অনিক, কাজল, টিটু প্রমূখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়, পাশাপাশি ওসমান পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা গাজী তামিম বিল্লাহ।
এ ছাড়াও খান মাসুদ বন্দরে বিভিন্ন স্থানে সর্বমোট ২০টি স্পটে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্পটগুলো যথাক্রমে বন্দর সিরাজউদ্দৌল্লা মাঠ সংলগ্ন সড়ক,আমিন আবাসিক এলাকা,বন্দর খেয়াঘাট, লেজারার্স, খান বাড়ির মোড়, বাড়ইপাড়া, রাজবাড়ী, নুরবাগ, মুখফুলদী, সেলসারদী, চিনারদী নুরপুর, সাবদীসহ অন্যান্য এলাকাসমুহ।