বন্দরে উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ২৩ জুন বেলা ১২টায় বন্দর ১নং খেয়াঘাটস্থ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ বলেন, আজকের দিনটা বিশেষ করে যারা আওয়ামীলীগ করেন তাদের জন্য গুরুত্বপূর্ন দিন আজ। ওই সময় যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামীলীগকে প্রতিষ্ঠা করে ছিলেন তারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিজ্ঞা করেছিলেন সাধারন মানুষের দাবিগুলো আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা বাস্তবায়ন করবে। এম.এর রশীদ আরো বলেন, আওয়ামীলীগের কাছে জনগনের প্রত্যাশা অনেক। আমি অনুরোধ করব আপনারা আওয়ামীলীগের ঐতিহ্য ধরে রাখবেন। ১৯৪৭ ইং সালে আওয়ামীলীগ প্রতিষ্ঠা লাভের পর থেকে অদ্যবধী পর্যন্ত আওয়ামীলীগ দেশ ও জনগনের জন্য কাজ করে যাচ্ছে। আজ আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা দেশ জনগনের জন্য কাজ করব। এইটা হবে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমাদের অঙ্গিকার।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর শাখা যুগ্ম সম্পাদক জি এম আরমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন (আনু), বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, যুগ্ম সম্পাদক মাহাবুব রহমান কমল, যুবলীগ নেতা এস এ রানা, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফয়সাল কবির, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ বন্দর থানা কমিটির আহবায়ক মোঃ মাসুম আহমেদ, যুবলীগ নেতা মোঃ ডালিম হায়দার, শেখ মমিন, মাইকেল বাবু, আরিফুল ইসলাম হিরা, উজ্জ্বল আহমেদ, আজিজুল হক, উজ্জ্বল আলী, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ বন্দর থানা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রাজু আহমেদ ও আকিব হাসান রাজু, মহসিন, সায়মন খান, সুপান্ত, আরিফুল ইসলাম অপু,পারভেজ, পাভেল, মোখলেস, নুরুজ্জামান প্রমুখ।
খান মাসুদের আয়োজনে আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন