কেশবপুরে সরকারি খাল দখল করে মাছ চাষ : ২ জনকে জরিমানা

লেখক: শামীম আখতার, খুলনা
প্রকাশ: ১ বছর আগে

কেশবপুরের সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া সরকারি খালে অবৈধভাবে ভেড়ি বাঁধ দিয়ে মাছের ঘের করার অপরাধে দুই জনকে ২০’হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত রোববার (১৭জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া খালে অবৈধভাবে ভেড়ি বাঁধ দিয়ে মাছের ঘের করে আসছিলেন আড়ুয়া গ্রামের আনোয়ার ফকির ও বিধান বৈরাগী।

এমন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ওই দুই ব্যক্তিকে ২০’হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান বলেন, সরকারি খাল দখল করে মাছ চাষ করার অপরাধে অভিযুক্ত দুই জনকে ২০’হাজার টাকা জরিমানা এবং খালটি তাদের কাছ থেকে দখলমুক্ত করা হয়েছে।

  • কেশবপুরে সরকারি খাল দখল করে মাছ চাষ : ২ জনকে জরিমানা