যশোরের কেশবপুরে গোয়াল ঘরের বৈদ্যুতিক পাখা মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুজ্জামান (৪৪) নামের এক মাদ্রাসা নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ জুলাই) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়িহাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের ছেলে এবং বুড়িহাটি মহিলা দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িহাটি গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের ছেলে বুড়িহাটি মহিলা দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী কামরুজ্জামান বুধবার রাতে নিজ গোয়াল ঘরের বৈদ্যুতিক পাখা মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে নিহতের ছেলে সোহেল রানা বলেন, গত রাতে গোয়াল ঘরের বৈদ্যুতিক পাখা মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। বৃহস্পতিবার (৭জুলাই) সকাল ১০টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বুড়িহাটি মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল খালেক জানান, নৈশপ্রহরী কামরুজ্জামানের মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ভেতর শোকের ছায়া নেমে আসে।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, বিদ্যুৎপৃষ্টে নৈশপ্রহরীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়।