খুলনা প্রতিনিধিঃ কেশবপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমখানার শিক্ষার্থীদের সাথে ন্যাশনাল প্রেস সোসাইটি, ণণমাধ্যম ও মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২০ রমজান কেশবপুর উপজেলা শাখার আয়োজনে কেশবপুর শিশু সদন (এতিমখানায়) ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন, উপ-পুলিশ পরিদর্শক পিন্টু লাল দাস।
উক্ত অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি,গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি বাবুর আলী গোলদার, মঞ্জুরুল হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদা বেগম বিউটি, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, আবদুল্লা-আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর শিশু সদন (এতিমখানা’র) শিক্ষার্থী মোঃ আমান উল্লাহ।