কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন সিপিবি’র নেতা হাফিজুল ইসলাম

লেখক: এস ইসলাম
প্রকাশ: ২ years ago

আমাদের সংগ্রাম: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিপিবি’র সভাপতি কমরেড হাফিজুল ইসলাম হাফিজ।
তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী।
সিপিবি জেলা শাখার পক্ষ থেকে রবিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিল্পনগরী নারায়ণগঞ্জের শ্রমিক মেহনতি খেটে খাওয়া মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর শ্রমিক জননেতা কমরেড হাফিজুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবি সাধারণ মানুষ আনন্দিত হয়েছেন।
কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক সংগ্রাম এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারসাজিসহ গণবিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে ও জনগণের বাকস্বাধীনতা-ভোটাধিকার হরণকারী ফ্যাসিবাদী সরকার হটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংগ্রাম জোরদার করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
  • কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন সিপিবি’র নেতা হাফিজুল ইসলাম