কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক সহ আবুল আটক

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

আমাদের সংগ্রাম ডেস্কঃ “কুমিল্লা মাদক মুক্ত চাই” এই শ্লোগানের প্রেক্ষিতে- কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনাক্রমে কাজ করে যাচ্ছেন পুলিশের সকল সদস্যগণ।

মাদক নিয়ন্ত্রণে এমন তৎপরতা দেখে, মাদক ব্যবসায়ীরা অবলম্বন করছে নিত্যনতুন কৌশল। তবুও নিস্তার পাচ্ছে না কৌশলী অফিসারদের কাছ থেকে। দীর্ঘ কুমিল্লা কোতয়ালী মডেল থানায় চৌকস পুলিশ অফিসার- এস আই আনোয়ার হোসেনের বিচক্ষণতা বিপুল পরিমাণ মাদক স্কাপ (ফেনসিডিলের সমতুল্য) উদ্ধার ও পাঁচথুবি ইউনিয়নের তিতাল গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে আবুল হোসেন(২০) কে গ্রেপ্তার করে।

এবিষয়ে এসআই আনোয়ার হোসেন জানান, আবুল হোসেন বর্ডার সংলগ্ন এলাকার বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত আছে। তাকে ফলোআপে রাখার পর গোপন সংবাদের বৃত্তিতে মাদকসহ তাকে আটক করি।

উদ্ধারকৃত মাদক ও আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

  • কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক সহ আবুল আটক