কাশিপুরে ভূমিদস্যু আমান ও সালাউদ্দিন গংদের বিরুদ্ধে ফল ব্যবসায়ী রুবেলের জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ 

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

আমাদের সংগ্রাম রিপোর্টঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীণ কাশিপুর এলাকায় ফল ব্যবসায়ী রুবেল মিয়ার ক্রয় ও ওয়ারিশসুত্রে মালিকানা ১৬ শতাংশ জমি অবৈধভাবে দখলপূর্বক জোরপূর্বক স্থাপনা নির্মান করছে স্থানীয় চিহিৃত ভূমিদস্যু আমান উল্যাহ ও সালাউদ্দিনগং।

গত বৃহস্পতিবার ২১এপ্রিল গভীররাতে কোর্টের আদেশ অমান্য করে প্রশাসনের যোগসাজশে নির্মান কাজ করতে গেলে জমির মালিক রুবেলকে বাধাপ্রদান করলে তাকে প্রাননাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয় ভূমিদস্যুরা ।

এ ব্যাপারে জমির মালিক মোঃ রুবেল উল্লেখিত ভূমিদস্যু আমান উল্যাহ ও সালাউদ্দিনগং এর বিরোদ্ধে ওই জমিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারা আদেশ জারি আছে বলে জানান।

জানাগেছে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীণ কাশিপুর এলাকায় ফল ব্যবসায়ী রুবেল মিয়া তার ক্রয় ও ওয়ারিশসুত্রে মালিকানা ১৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দেখাশুনা করে আসছে। পার্শবর্তী জমির মালিক ও চিহিৃত ভূমিদস্যু আমান উল্যাহ ও সালাউদ্দিনগং পেশিশক্তির জোরে ১বছর পূর্বে ফল ব্যবসায়ী রুবেল মিয়ার জমিতে চোখ পড়ে। তারা প্রায় সময়ই ওই জমি দখলের চেষ্টা করলে তাদের সাথে রুবেল মিয়ার দ্বন্দ শুরু হয়। জমি ছেড়ে দিতে বিভিন্ন সময়ে পথরোধ করে ওই ভূমিদস্যুরা রুবেল মিয়াকে অকথ্য ভাষায় গালমন্দও করে। এমনকি তারা জমি ছেড়ে না দিলে রুবেল মিয়াকে প্রানে মেরে ফেলার হুমকিও দেয়। এই জমি নিয়ে কোর্টে মামলা প্রক্রিয়াধীণ। এমনকি ২মাস পূর্বে রুবেল মিয়ার পক্ষে বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আদালত রায় দেন। এরপর থেকেই ভূমিদস্যুরা রুবেল মিয়াকে জমির সামনে না আসতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে কাশিপুর এলাকায় ফল ব্যবসায়ী রুবেলের জমিতে অবৈধভাবে জোরপূর্বক স্থাপনা তৈরী করতে যায় একই এলাকার মৃত আব্দুর রব মিয়ার ছেলে ভূমিদস্যু আমান উল্যাহ,মৃত ছিদ্দিক মিয়ার ছেলে সালাউদ্দিনসহ অজ্ঞাতনামা ১০/১২জনের একটি সংঘবদ্ধ দল। এ সময় খবর পেয়ে ফল ব্যবসায়ী রুবেল তার জমিতে গিয়ে তাদের বাধা প্রদান করলে তারা রুবেলকে গালমন্দ ও প্রান নাশের হুমকি দেয়। ওই সময় ফল ব্যবসায়ী রুবেল ফতুল্লার থানায় একাধিকবার ফোন করেও কোন সহায়তা পাননি।

এ বিষয়ে ভূক্তভোগী জমির মালিক উল্লেখিত ভূমিদস্যু আমান উল্যাগ ও সালাউদ্দিনগংয়ের কবল থেকে তার ক্রয় ও ওয়ারিশকৃত জমি ফিরে পেতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সহায়তা কামনা করেন।

 

 

 

  • কাশিপুরে ভূমিদস্যু আমান ও সালাউদ্দিন গংদের বিরুদ্ধে ফল ব্যবসায়ী রুবেলের জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ