বন্দরে সরকারি হালট দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় এই ঘরটি নির্মাণ করেছেন।
বুধবার ১৭ আগস্ট বিকেলে ওই এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, বন্দর শাহি মসজিদ এলাকার আব্দুল হাই নামে এক ব্যাক্তি ওই সরকারি হালটে দোকান নির্মাণের কাজ শুরু করেছেন। এতে এলাকাবাসীসহ স্থানীয় দোকানদাররা ক্ষোভ প্রকাশ করছেন।
কয়েকজন এলাকাবাসী বলেন, সরকারি সড়কে রাস্তা প্রস্থ করার জন্য খালের পাশে হালটে বালু ফেলে। কিন্তু ওই বালুতেই সিমেন্টের খুঁটি দিয়ে দোকান নির্মাণকাজ কাজ শুরু করেছেন। আমরা বাধা দিলেও তিনি আমাদের কথা না শুনেই দোকান ঘর নির্মাণ কাজ করে যাচ্ছে।
তারা আরও জানান, বন্দর উপজেলার সার্ভেয়ার সরেজমিনে এসে তাঁর জায়গা বুঝিয়ে দিয়ে গেছে। এই জায়গা নাকি তাদের পৈত্তিক সম্পত্তি। সরকারি হালট কিভাবে পৈত্তিক সম্পত্তি হয় এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ বিষয় আব্দুল হাই জানান, আমরা তো আমাদের জমি উপর দোকান ঘর তুলতেছি। আমাদের জমির উপরই কল্যান্দি মেইন রোড টা। আমাদের এখানে ২২ শতাংশ জায়গা রয়েছে এর মধ্যে ৩ শতাংশ জায়গা রাস্তার জন্য নিয়ে গেছে। আমাদের কাগজপত্র আছে আপনি চাইলে দেখতে পারবেন। আমরা যখন অপর পাশে বিল্ডিংয়ের কাজ করি তখন সার্ভেয়ার এসে দেখে গেছে। সরকারি খাল তো অনেক দূরে, আপনারা দেখেন আশে পাশের দোকান গুলো সরকারি খালের উপর চলে গেছে।
এ ব্যাপারে জানতে চেয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম.এ কুদরত-এ খুদা’র সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্ঠা করলে তিনি ফোন রিসিভ করেনি।