করোনা শনাক্ত এক সপ্তাহে বেড়েছে

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago
ফাইল ছবি

দেশে গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনার সংক্রমণ কিছুটা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৯ থেকে ১৫ মে মোট ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (২ থেকে ৮ মে) শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ৮৩। সে হিসাবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে করোনা শনাক্ত বেড়েছে ৮১ দশমিক ৯ শতাংশ।

এদিকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২৫ দিন দেশে করোনায় কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৭৭। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে যে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের ২৮ জনই ঢাকা বিভাগের। এর বাইরে সিলেটে চারজন, চট্টগ্রামে তিনজন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে করোনা শনাক্ত হয়েছে। এ সময় রাজশাহী ও খুলনা বিভাগে কারও করোনা শনাক্ত হয়নি।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৪৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৬৩৯ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।