দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় ৩০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬৫। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৭৯ শতাংশ। করোনা শনাক্ত হয়েছিল ৩৪ জনের।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৬০০ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩০ জনের।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ২২ জনের করোনা শনাক্ত হয়। এর বাইরে ময়মনসিংহে চারজনের, চট্টগ্রামে তিন এবং খুলনায় একজনের করোনা শনাক্ত হয়। রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগে কারও করোনা শনাক্ত হয়নি।২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।