করোনায় এক মাস পর মৃত্যু একজনের, শনাক্ত ১৬

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২ years ago
প্রতীকী ছবি

টানা ৩০ দিন মৃত্যুহীন থাকার পর ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের। মৃত্যুর ঘটনাটি ঘটেছে গাজীপুরে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪১। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৬০। করোনা শনাক্ত হয়েছিল ৫০ জনের।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪৭ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯ জনের করোনা শনাক্ত হয়। সবাই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে সিলেটে ছয়জনের ও ময়মনসিংহে একজনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগে কারও করোনা শনাক্ত হয়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।

  • করোনায় এক মাস পর মৃত্যু একজনের
  • শনাক্ত ১৬