বসন্তের আগমনে সুশোভিত ধরনী আজ
পেয়েছে নতুন জীবন তাই অপরূপ সাজে।
আম্র মুকুলে চেয়ে গেছে আম্রকানন
কোকিলের কুহু তানে দিগন্ত মুখরন।
মধুলোভি সঞ্চয়ের টানে
গুনজরিয়ে চারিদিকে ছুটে চলে।
তরুশাখে কপোত-কপোতী একান্ত মনে
বাসনা ব্যক্ত করিছে একে অন্যের সনে।
নবরূপে বিরহিণী বিরহের ব্যাথা ভূলে
অব্যক্ত ভাষা ব্যক্ত করিছে পরবাসীকে পেয়ে।
মুমূর্ষু পায় জীবন,
গাছপালা সুশোভিত,
ধরনী সুসজ্জিত,
কেন সবই একই সূত্রে গাঁথা।