বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আলহাজ্ব সেলিম ওসমানের জামাতা বিশিষ্ট ব্যবসায়ী আরিফুর রহমানের রোগমুক্তি কামনায় খতমে কোর’আন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে কলাগাছিয়া ইউনিয়নস্থ নিশং নূরানী তা’লিমুল কোর’আন মাদ্রাসায় হলরুমে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদ রেজার পক্ষে এ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় অত্র মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এমপি সেলিম ওসমানের জামাতা বিশিষ্ট ব্যবসায়ী আরিফুর রহমানের সুস্থ্যতা কামনাসহ পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়ায় অংশ নেন নূরানী তা’লিমুল কোর’আন মাদ্রাসা’র সহ-সভাপতি নুরুল হক মাষ্টার, সদস্য মোঃ নাজিম উদ্দিন, মোঃ ওয়ালুল্লাহ রাজু, প্রিন্সিপাল মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি আলহাজ্ব সেলিম ওসমানের জামাতা আরিফুর রহমান কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি আছেন। তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন আয়োজকরা।