ঈদ নাটকে তরুণদের দাপট

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

বিনোদন ডেস্কঃ ঈদনাটকে এগিয়ে থাকা অভিনয়শিল্পীদের তালিকায় আছেন ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, ইয়াশ রোহান, মুশফিক আর ফারহান, খাইরুল বাসার, শামীম হাসান সরকার, সৈয়দ শাওন, তামিম মৃধা ও অভিনেত্রীদের মধ্য তানজিন তিশা, সাবিলা নূর, মুমতাহিনা টয়া, সাফা কবির, কেয়া পায়েল, তাসনিয়া ফারিণ, তানিয়া বৃষ্টি, সামিরা খান মাহি, সুমাইয়া হিমি, পারসা ইভানা প্রমুখ।

তাঁদের কারও ৪০, কারও ২০ থেকে ৩০টির মতো নাটক ঈদে প্রচারিত হবে।

এই নাটকগুলোর শুটিং শুরু হয়েছে জানুয়ারি থেকে। তরুণদের এসব নাটক নিয়ে কতটা আশাবাদী পরিচালক, প্রযোজক ও তরুণ অভিনয়শিল্পীরা?

  • ঈদ নাটকে তরুণদের দাপট