ইতালিতে খালেদা জিয়া ও জাকির খানের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

বিএনপি চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও তার সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের নামে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি এবং জাকির খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার ১২ নভেম্বর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা ইতালি নাপলি বিএনপির উদ্যোগে আয়োজন করা হয়।

ইতালি নাপলি যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মজুমদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাপলি বিএনপির সভাপতি হাজী আব্দুল জলিল সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপলি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল ভূইয়া।

উক্ত সভা থেকে বাংলাদেশের গনতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান এবং জাকির খান তথা রাজপথের সকল জাতীয়তাবাদী যোদ্ধাদের জন্য দোয়া করা হয়।
সভা সঞ্চালনায় ছিলেন মোঃ মিনহাজুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল।

  • ইতালিতে খালেদা জিয়া ও জাকির খানের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা