ইউপি নির্বাচন মোগরাপাড়াঃ চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

লেখক: এমডি অভি
প্রকাশ: ২ years ago

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, সাধারন সদস্য পদে ৪১ ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দিয়েছেন।

মঙ্গলবার ১৭ মে সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর রহমানের কার্যালয়ে প্রার্থীরা এই মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমানে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান ও সদ্য পদত্যাগকারী সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন, করিম আহাম্মেদ, সুরুজ মিয়া, রক্সি মিয়া ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী সোহাগ রনি।

সোনারগাঁ উপজেলা রিটার্নিং অফিসার ইউসুফ – উর – রহমান জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তপশীল অনুযায়ী আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ১৯ মে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। আর ২৭ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ইবিএম এর মাধ্যমে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলায় রক্ষা করার লক্ষ্যে পুলিশ,র‌্যাব,বিজিবি, এন এস আই, ডিএসবি সহ সারা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী মাঠে থাকবেন অতএব আতঙ্কিত হওয়ার কিছু নেই। সোনারগাঁয়ে এবারই ইবিএম এর মাধ্যমে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই শীঘ্রই আমরা ইবিএম এর মাধ্যমে ভোট প্রয়োগের জন্য ভোটারদের সচেতনতামূলক প্রচারণা শুরু করবো এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি।

  • ইউপি নির্বাচন মোগরাপাড়াঃ চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা