নারায়ণগঞ্জ আশা দেওভোগ পানির ট্যাংকি ব্রাঞ্চের পক্ষ থেকে দুই সিজারিয়ান অপারেশন এবং এক জনের চোখের ছানি’র অপারেশনের জন্য চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার ২১ জুন সকাল ৯ টায় সময় আশা দেওভোগ পানির ট্যাংকি ব্রাঞ্চের এ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আশা নারায়ণগঞ্জ জেলার ডিএম মোঃ মহসীন হোসেন, দেওভোগ অঞ্চলের এস.আর এম মোঃ আব্দুল্লাহ সালাম, সাংবাদিক আলমগীর খোকন, নারায়ণগঞ্জ সদর জেলার এ.সি তানজির আহম্মেদ তাজ আরো উপস্থিত ছিলেন ব্রাঞ্চের বিএম।