ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল বলেছেন,আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে আমার এলাকাসহ সারা বাংলার গ্রাম অঞ্চলের কোন রাস্তা আর কাচাঁ থাকবে না। এলাকার সব রাস্তা পিচ করণ করা হবে। আমি ঘরে বসে রাজনীতি করি না, এলাকার উন্নয়নে বিশ্বাসী।এলাকার গা-ফাটা-পা-ফাটা মানুষেরাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আর তাই আমি তাদের চলাচলের রাস্তা গুলোই আগে পিচ রাস্তা করনের কাজ করে চলেছি।
বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাঁকোর খাল থেকে ইশালডাঙ্গা ও বাগানমাঠ থেকে বড়বিল পর্যন্ত রাস্তা নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহারিয়ার আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু,বীর মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান,কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া নবী,জেলা পরিষদের সাবেক সদস্য আশরাফুন নাহার শিউলী, শেখ হাশেম আলী, সাবেক চেয়ারম্যান গোলাম কাদের, আওয়ামীলীগ নেতা ইমদাদুল বিশ্বাস ইন্তা, তাজুল ইসলাম,শিক্ষক নুর আলম, মঞ্জুর রহমান, সামাউল ইসলাম, হাবিবুর রহমান, সাবেক জেলা পরিষদের সদস্য, আশরাফুন নাহার শিউলী প্রমুখ।