আবারও উত্তপ্ত নিউমার্কেট : মুখোমুখি অবস্থানে ব্যবসায়ী-শিক্ষার্থীরা

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

আমাদের সংগ্রামঃ রাজধানীর নিউমার্কেট খোলার খবরে আবারও সড়কে জড়ো হয়েছে শিক্ষার্থীরা। এসময় ব্যবসায়ীরা মার্কেটের সামনে ও শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়েছে।

ফলে ওই এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এসময় সেখানে ১০-১২টি পটকা ফাটানোর শব্দ শোনা যায়। দুই পক্ষ আবারও মুখোমুখি অবস্থান নেওয়ায় ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বুধবার (২০ এপ্রিল) বিকেলে নিউমার্কেট খুলে দেওয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা কলেজের ফটকের সামনে জড়ো হতে শুরু করে। পরে তারা বিক্ষোভ করেন। ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি- ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নিউমার্কেট খোলা যাবে না। শিক্ষার্থীদের কয়েকজন জানিয়েছেন, সুষ্ঠু কোনো সমাধান না করে ব্যবসায়ীরা দোকান খোলার ঘোষণা দিয়েছে। সুষ্ঠু সমাধান না হওযা পর্যন্ত তারা সরে যাবেন না।

পরে শিক্ষার্থীরা রাস্তায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের বের হয়ে আসার পর ব্যবসায়ী-কর্মচারীরাও রাস্তায় জড়ো হয়েছেন। তাদের মাঝে অবস্থান নিয়েছে পুলিশের বিপুল পরিমাণ সদস্য।

 

  • আবারও উত্তপ্ত নিউমার্কেট : মুখোমুখি অবস্থানে ব্যবসায়ী-শিক্ষার্থীরা