নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বাড়ীতে প্রতিপক্ষের হামলা, ভাংচুর, লুটপাট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামী স্ত্রীসহ ৩ জনকে গুরুতর জখম করার ঘটনায় থানায় অভিযোগ দেয়ার তিন দিন পরও মামলা রেকর্ড করেনি পুলিশ।
এ অভিযোগ আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত মোক্তার হোসেন, তার স্ত্রী শিরিণ বেগম এবং মামলার বাদী ছেলের বউ আফছানা আক্তারের।
আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের আহত আফছানা আক্তার জানান, যথাক্রমে ৯ ও ১০ জুন দুই দফায় তার শ্বশুরের বাড়ী ও ঘরে হামলা চালায় একই এলাকার সন্ত্রাসী গোলাম রাব্বী, সাইফুল ইসলাম এবং তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী।
তারা এ সময় আফছানার বাড়ী ঘর ভাংচুর, লুটপাট এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আফছানা (২২) কে সহ তার শ্বশুর মোক্তার হোসেন (৪২), শ্বাশুড়ী শিরিনা আক্তার (৩৮) কে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করে।
এর মধ্যে সন্ত্রাসী গোলাম রাব্বীর ধারালো দায়ের কোপে তার শ্বশুরের ডান পায়ে এবং শ্বাশুড়ীর ডান হাতের দুটি আঙ্গুল হাড় সহ কেটে গুরুতর আহত হন। তাদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ওই দিনই আফছানা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু রহস্যজনক কারণে থানা পুলিশ মামলাটি রেকর্ড করেনি।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই নুর এ আলম জানান, মামলার প্রস্তুতি চলছে।
আড়াইহাজারে প্রতিপক্ষের হামলার ঘটনায় তিনদিনেও মামলা নেয়নি পুলিশ