মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ খোকন সাহা বলেছেন, যারা একাত্তুরে ও পচাত্তুরে রক্ত খেয়েছে তাদেরকে এদেশের মানুষ বিশ্বাস করেনা। ৭১ সালে আপনারা পাকিস্তানকে সহায়তা করেছেন,৭৫ রে খুনীদেরকে সহযোগিতা করেছিলেন। বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই প্লীজ দয়া করে প্রভুর মতো আচরণ করবেন না। হরতাল সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার পাশে আমি থাকবো, রশীদ ভাই থাকবে শামীম ওসমান থাকবে। নেত্রী বলেছেন তাদের হাত কেটে ফেলতে। আমার নেত্রীর সঙ্গে আমিও তাল মিলিয়ে বলতে চাই আগুন সন্ত্রাসীদের হাত কেটে সেই আগুনেই নিক্ষেপ করবেন।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে খোকন সাহা আরো বলেন, অনেক হয়েছে দয়া করে শান্ত হন। ক্ষমতা থাকলে নির্বাচনে আসেন জনগণের ম্যান্ডেট পেলে রাষ্ট্র পরিচালনা করেন। দলীয় নেতা-কর্মীদেরকে বলেন,দল যাকে মনোনয়ন দিবে হবে তার পক্ষেই কাজ করবেন। যারা অগ্নি সন্ত্রাস করবে তাদেরকে আফগানিস্তান পাঠাতে হবে।
বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান কমলের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জি.এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, , নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা মামুন আহমেদ ইমন, জেলা তাতীলীগের আহবায়ক চৌধুরী এ এইচ এম শাহেদ ফারুক, বন্দর পৌর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তথা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালিমা হোসেন শান্তা,২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান জামান,২৫নং ওয়ার্ড শাহ-আলম, মহানগর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনু, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সামাদ,১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী আলমগীর হোসেন, নাসিক’র ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া, মহানগর যুবলীগ নেতা সামছুল হাসান, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ,মনিরুজ্জামান খোকন, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম সারোয়ার সবুজ, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনির হোসেন মনু, সাইদুজ্জামান শাকিল, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন জনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফয়সাল কবির, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, মোঃ মাসুম আহমেদ, শেখ মমিন, উজ্জল আহাম্মদ, বাপ্পি পাঠান, লাভলু প্রধান, মো: হোসেন, শেখ মাইনুদ্দিন মানু, মাইকেল বাবু, সুমন প্রধান, ফাহিম কবির, মহসিন, টিটু, সায়মন খান, আরিফুল ইসলাম অপু, নুন্না,শাহাদাত সহ প্রমুখ নেতাকর্মী বৃন্দ।