৬ জুন (সোমবার) বন্দরে প্রাথমিক শিক্ষার্থীদেরকে সমাজ ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীল করে তুলতে তরুণ প্রজন্মের অহংকার একেএম অয়ন ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে।
সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী সংসদের ভিপি হাবিবুর রহমান রিয়াদের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক অনাবিল দাশ নির্ঝর নিজ উদ্যোগে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন।
এসময় ৪৩ নং লক্ষণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আক্তার ও ৫৭ নং লক্ষণখোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবেরা বেগমের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষার্থীরা বৃক্ষরোপণে অংশ নেয়।
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদের ২৫ নং ওয়ার্ডে কার্যকরী কমিটির সভাপতি রোমান হোসেন, প্রাথমিক সদস্য ঈশাকুর রহমান ও ফারহান নাজমুল সহ অনেকে।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে মহানগর ছাত্রলীগ নেতা নির্ঝর গণমাধ্যমকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের আগামী প্রজন্ম। তাদেরকে এখন থেকেই সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে আমাদের উৎসাহ দেয়া প্রয়োজন। তাতে তারা সমাজের জন্য একটা সুন্দর ও দায়িত্বশীল প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। তাই তাদেরকে পরিবেশের প্রতি যত্নশীল হতে উৎসাহিত করতেই আমি আমার নেতা জনাব অয়ন ওসমানের পক্ষে হাবিবুর রহমান রিয়াদ ভাইয়ের নির্দেশে শিক্ষার্থীদের নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি।
তাছাড়া নিজ দায়িত্ববোধের জায়গা থেকে শিক্ষার্থীদের কল্যাণে আমি প্রতিবছর বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানা ধরণের সৃজনশীল ও শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকি।