সাহিত্য ডেস্কঃ বাবা তুমি গতো ঈদে আসোনি!
বলেছিলে, করোনার কারণে ছুটি দেয়নি। এবারতো করোনা নেই বাবা! ছুটি পাবেতো, ঈদে আসবেতো। তুমি আসলে মনে ধরে, কি মজা কি মজা!
তোমার হাত ধরে ঈদগাহ যাব। বিকেলে ঘুরতে যাব। পরের দিন মামা বাড়িতে বেড়াতে যাব। তুমি সাথে থাকলে খুব ভালো লাগে। ঈদ ছালামি একবার, দুবার, তিনবার ও পাই বাবা। ঈদের পরের দিন মেলায় যাই। চরকিতে চড়ি। হাতির পিঠে উঠি। আরও কতো মজা করি বাবা। তুমি না থাকলে এগুলোর কিছুই করতে পারি না। এবার ঈদে আসতেই হবে তোমাকে। ফাঁকি দিবে না তো বাবা।
তুমি না আসলে মার মনটাও খুব খারাপ থাকে।
কিছু আবদার করলে খিটমিট করে। চটপটি ফুচকা হালিম চাইনিজ কোনো টাই খাওয়াতে নেয় না।
মোবাইল ফোনে এসব আবদার শুনে, কি উত্তর দেবে, ছুটি না পাওয়া পুলিশের চাকরিরত সদস্য। নির্বাক হয়ে শুনে।
অবুঝ খোকা খুকু কি বুঝে? সবাই যখন ঈদগাহ গিয়ে নামাজ আদায় করে, পুলিশ তখন আশপাশেতে কর্তব্য পালনে ঘুরে। সবাই যখন খাওয়া দাওয়া আনন্দে মেতে ওঠে, পুলিশ তখন নিরাপত্তায় রাস্তায় রাস্তায় হাটে ।
বিশ পার্সেন্ট ছুটি হয়েছে যাদের,কপাল থেকে চোখে মুখে হাসি ফুটে শুধু ওদের।
বাকিরা সব মলিন মুখে ইনচার্জের কাছে আসে-একটু যদি অনুমতি দিতেন স্যার, তাহলে খোকা খুকুর মুখ দেখে আসতাম। খোকা খুকু ফোনে বলেছে, তুমি না আসলে খাবো না খাবার। পরব না নতুন পোশাক। সবাই বাবার হাত ধরে নামাজ পড়তে যাবে আমি যাবো একা একা এ কেমন কথা বাবা।
ওসির অন্তর মম বেদনা অনল- চাঁপা রেখে, ঠোঁটে মৃদু হাসির ছলে, নিছক শান্তনা দেয়, ভবিষ্যত বানি শুনোয়- ঈদের পর পর্যায়ক্রমে ছুটি যাবে, সন্তানের হাত ধরে ঘুরবে। পরিবার সাথে মিলেমিশে ঈদ পরবর্তী আনন্দ উপভোগ করবে।
বিনয়ের সাথে পুলিশ সদস্য বলে, ছেলে মেয়ে সবাই আছে যে স্যার দূরে। মনকি আর অপেক্ষা মানে, চিনচিন ব্যাথা করে।
ওসি রোলকল নেন, শুনান শান্তনার আরেক নতুন বানি, প্রযুক্তির যুগ চিন্তা কি? অডিও ভিডিও তে কথা বলে প্রিয়জনের মুখ দেখে কিছু শান্তি নিবে। তোমরা একটু ভেবে দেখো- অনেক মানুষ আছে ঈদের দিনেও অসুস্থ থাকে, পরিবারের কাউকে হারিয়ে বেদনাহত হৃদয়ে চোখের জলে ভাসে, কাঁদে আর কাঁদে। কেউ অর্থের অভাবে- নতুন পোশাক পরতে পারে না, কেউ ভিটে মাটি নেই বলে, গৃহহীন জীবন যাপন করে। তাদের চেয়ে তো তোমরা ভালো আছো। এদের কথা একটু ভাবো, ধৈর্য ধরো, সবুর করো, দুইমাস দশদিন পর ঈদুল আজহার ছুটিতে যেও।
চাপা দীর্ঘশ্বাস ছেড়ে পুলিশ সদস্য বলে হ্যা স্যার, তাইতো।
ওসির ফোন আসে, জি স্যার জি স্যার। ঈদ মোবারক ঈদ মোবারক।